Tuesday, December 9, 2025
Breaking News
বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে জাম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নিতাই বারুরীর লাশ

বাড়ি থেকে ৩ কি.মি. দূরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :

মাদারীপুরের রাজৈর উপজেলায় নিতাই বারুরীর (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী এলাকার ইকরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরপাড়ে জাম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিতাই বারুরী উপজেলার হিজলবাড়ী গ্রামের সচীন বারুরীর ছেলে। লাশের উদ্ধারস্থল ইকরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় নিহতের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে। নিতাই বারুরী উপজেলার কদমবাড়ি বাজারের বিকাশ ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী।

জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে নিহতের লাশ শনাক্ত করে। এসময় গ্রামের শতশত লোক এ দৃশ্য দেখতে জড়ো হয়।

নিহতের পরিবারের সদস্য প্রকাশ বারুরী জানায়, গতকাল বুধবার দোকান করা শেষে বাড়িতে না এসে নিতাই বারুরী কদমবাড়ী বাজারের দোকানে রাতে ঘুমিয়েছিল। ধারণা করা হচ্ছে দুবৃত্তরা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হবে।’

সুত্র : আমাদের সময়

Print This Post

Check Also

মাগুরার নাজির আহমেদ কলেজে ছাত্রদল কমিটি নিয়ে উত্তেজনা, মশাল মিছিল ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সাফা ইসলাম, (ক্রাইম রিপোর্টার) : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজে …

Leave a Reply