Breaking News
টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক । ছবি : সংগৃহীত

উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

দীর্ঘ বিরতির পর আবার টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। নিজের অধিনায়কত্বের পঞ্চম ম্যাচে এ নিয়ে তৃতীয়বার টস জিতলেন মুমিনুল।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকে ফিরলেন সাকিব আল হাসান। চার স্পিনার ও ১ পেসার নিয়ে দল সাজিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। পেস আক্রমণ একাই সামলাবেন মুস্তাফিজুর রহমান। সাকিবের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।

উল্লেখ্য, সাগরিকায় এখনও পর্যন্ত হওয়া ১৯ টেস্টে টস জেতা দল ম্যাচ জিতেছে ৭টি, হেরেছে ৬ ম্যাচ। টস জিতে আগে ব্যাট করা দল ১৬ ম্যাচের মধ্যে জিতেছে ৬টি আর হেরেছে ৪টি।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজের দুই ম্যাচেই সহজে জিতেছিল বাংলাদেশ। তাই এবারও জয়ের জন্য আশাবাদী টাইগাররা। এই ম্যাচে এক পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে আছেন- মুমিনুল হক, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ- ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোসলে, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

সুত্র : আমাদের সময়

Print This Post

About Amena Fatema

Check Also

আগৈলঝাড়ার ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ’

স্টাফ রিপোর্টার : আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য …

Leave a Reply