অনলাইন ডেস্ক:
হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর পরবর্তী আমীর কে হবেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এখনও পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্টভাবে কারও নাম প্রকাশ্যে আসেনি। তবে শিগগিরই আমীর নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হয়ে যেতে পারে বলে আভাস মিলেছে।
আর তা হবে কাউন্সিলের মাধ্যমে। সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী জানিয়েছেন, কাউন্সিলের মাধ্যমে আল্লামা শফীর উত্তরসূরি নির্ধারণ করা হবে।
শুক্রবার মধ্য রাতে হেফাজতের প্রধান কার্যালয় হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ২০১০ সালের ১৯ জানুয়ারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর নেতৃত্বে যাত্রা শুরু করে কওমি মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। শুরু থেকেই এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে হাটহাজারী মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকে আল্লামা শফী সংগঠনটির আমীর ও একই মাদ্রাসার শিক্ষক জুনায়েদ বাবু নগরী মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হেফাজত আমীর আহমদ শফী।
ক্রাইম নিউজ