Breaking News

খুলনায় ভোরের দর্পণ অফিসে চুরি, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ দলিল উধাও

স্টাফ করেসপন্ডেন্ট :

খুলনা শহরের ২ নং ছোট মির্জাপুর রোডে অবস্থিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ-এর খুলনা ব্যুরো অফিসে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরের দল অফিসের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ, চেকবই ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

জানা যায়, খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রায়হান দীর্ঘ ১২ বছর ধরে উক্ত ঠিকানায় সাংবাদিকতার কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৪ অক্টোবর (শুক্রবার) রাতে দায়িত্ব শেষ করে অফিস বন্ধ করে বাসায় ফেরেন তিনি। পরদিন ২৫ অক্টোবর (শনিবার) দুপুরে আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে অফিসে এসে দেখেন, মেইন দরজায় তালা দেওয়া থাকলেও ভিতর থেকে দরজা বন্ধ।

বাড়ির মালিক ও পাশের ব্যবসায়ীদের সহযোগিতায় চারপাশ খোঁজ করলে দেখা যায়, অফিসের পেছনের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে কে বা কারা তিনটি টেবিলের সব ড্রয়ার তছনছ করে নগদ ৩৫ হাজার ৭৪০ টাকা, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, লবনচরা শাখারচেক বইয়ের নাম্বার যথাক্রমে MO JAHANGIR ALOM, SENAL NO 2724576-2724600 চুরি করে নিয়ে গেছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সাংবাদিকরা দ্রুত চোর শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, “চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারের তৎপরতা চলছে এবং অভিযুক্তদের শনাক্তের কাজ অব্যাহত আছে।”

Print This Post

About newsdesk

Check Also

চট্টগ্রাম বিআরটিএ অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, কোটি টাকার অবৈধ বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামস্থ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিস এখন আর সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির …

Leave a Reply