Breaking News

মাগুরার নাজির আহমেদ কলেজে ছাত্রদল কমিটি নিয়ে উত্তেজনা, মশাল মিছিল ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সাফা ইসলাম, (ক্রাইম রিপোর্টার) :

মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। দীর্ঘ ৩৮ বছর ধরে রাজনীতিমুক্ত হিসেবে পরিচিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো রাজনৈতিক কমিটি ঘোষণার পর থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

গত ১৬ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে মোস্তাক আহমেদকে সভাপতি ও মো. তাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই ঘোষণা জানানো হয়।

কিন্তু কমিটি প্রকাশের পরপরই স্থানীয় ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ করেন, স্থানীয় কোনো নেতৃবৃন্দের মতামত না নিয়েই “গোপনে” এই কমিটি ঘোষণা করা হয়েছে। অনেকেই এটিকে “পকেট কমিটি” আখ্যা দিয়ে বলেন, এটি একটি বিশেষ মহলের স্বার্থরক্ষা ও ব্যক্তিগত অবস্থান শক্ত করার ষড়যন্ত্র।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শান্ত মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এই কমিটি সম্পূর্ণভাবে অন্যায়ভাবে গঠিত হয়েছে। আমি বা স্থানীয় নেতারা কেউই জানতাম না। এটা একটি পকেট কমিটি, ষড়যন্ত্রের ফল।”

ঘটনার পরপরই কলেজ ও আশপাশের এলাকায় প্রতিবাদ শুরু হয়। রাতেই ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেন। তারা কেন্দ্রীয় কমিটির নেত্রী শাহানাজকে এ ঘটনার মূল নেপথ্য কারিগর হিসেবে অভিযুক্ত করেন এবং তাকে মাগুরা এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা দেন।

এলাকাবাসীর দাবি, রাজনীতিমুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। তাদের ভাষায়, “এই কলেজ আমাদের গর্ব, আমাদের প্রজন্মের শিক্ষা ও সংস্কৃতির প্রতীক। এখানে রাজনীতি ঢুকলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে।”

স্থানীয় বিশিষ্টজনরা জানান, প্রতিষ্ঠার পর থেকে কলেজটি জেলাজুড়ে একটি শান্ত ও নিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতীক ছিল। কিন্তু এবার প্রথমবারের মতো রাজনৈতিক কমিটি ঘোষণায় শিক্ষাঙ্গনে বিভাজন ও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসন ও স্থানীয় গণ্যমান্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনায় বসার উদ্যোগ নিচ্ছেন। তবে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের একটাই দাবি— “নাজির আহমেদ কলেজ থাকুক রাজনীতি মুক্ত, শিক্ষার পবিত্র পরিবেশ অক্ষুণ্ণ থাকুক।”

Print This Post

About newsdesk

Check Also

গণ-অভ্যুত্থানের পরেও অটল: নিষিদ্ধ দলের নেত্রী নাজিবা নাহিদ খানের ঔদ্ধত্য ও রহস্যময় দাপট

স্টাফ রিপোর্টার : ঢাকা: ৫ই আগস্টের মহাবিপ্লবের পর যখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অধিকাংশ নেতা গা-ঢাকা …

Leave a Reply