স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াব আগারপাড়ায় অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে মো. বাবুল মিয়ার বিরুদ্ধে। তিনি “সোহাগী ভ্যারাইটিস স্টোর” নামের একটি মুদিখানার আড়ালে দীর্ঘদিন ধরে পেট্রোল বিক্রির মতো ঝুঁকিপূর্ণ ও আইনবিরোধী কাজে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এমন বিপজ্জনক কর্মকাণ্ড শুধু আইন ভঙ্গ নয়, এটি আশপাশের মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়রা জানান, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং এর ভয়াবহ পরিণতি গোটা এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
আইনজীবী ও সচেতন মহল মনে করছেন, অবৈধভাবে দাহ্য পদার্থ বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে সামাজিক সচেতনতা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “অন্যায়ের বিরুদ্ধে নীরবতা মানে অপরাধে অংশগ্রহণ। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
আইন সবার উপরে—কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে স্থানীয়রা আরও জানান, এখনো সময় আছে ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসার। কিন্তু অবৈধ তেল বিক্রি বন্ধ না হলে জনগণ ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
নিরাপদ সমাজ গড়তে সচেতন নাগরিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।