Breaking News

সাভারে বৃদ্ধাশ্রমে হামলা–ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে কর্তৃপক্ষ আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক :

সাভারে মানবিক আশ্রয় কেন্দ্র ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার’-এ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার ও কর্মকর্তা-কর্মচারীরা বলেন, সাম্প্রতিক সহিংসতায় প্রতিষ্ঠানটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেখানে থাকা ১৭৬ জন বৃদ্ধ, প্রতিবন্ধী নারী ও শিশু আতঙ্কে দিন কাটাচ্ছেন।

মিল্টন সমাদ্দার প্রায় ১২ বছর ধরে রাস্তায় পড়ে থাকা নিঃস্ব, পরিচয়হীন কিংবা অসহায় মানুষদের আশ্রয়, খাবার ও চিকিৎসা দিয়ে আসছেন। তার দাবি, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভিক্ষার টাকায় কেনা জমির ওপর ১২ ফুট রাস্তা নিতে চান। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

প্রতিষ্ঠানটির গেট, বেড়া, কাচ, সাইনবোর্ড ও গাছপালা ভেঙে ফেলা—এমন অভিযোগ নতুন নয়। মিল্টনের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস ধরে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশের অপেক্ষায় থাকা অবস্থায় প্রতিপক্ষরা কথিত চাঁদা দাবি এবং দখলচেষ্টার মাত্রা বাড়িয়েছে।

২১ অক্টোবর সকালে স্থানীয় প্রভাবশালী সামসুল হক চৌধুরীর অনুসারীরা বৃদ্ধাশ্রমে ঢুকে কর্মীদের ভয়ভীতি দেখায় বলে অভিযোগ রয়েছে। বিকেলে মিল্টন সমাদ্দার সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং–২০২০)। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে ওঠে।

৩১ অক্টোবর সকাল ১১টার দিকে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। ভাঙচুরে কেন্দ্রটির দোকানঘর, অফিস, ছোট্ট মসজিদসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বৃদ্ধরা আতঙ্কে ছুটোছুটি করেন। প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারসহ উপস্থিত কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হামলায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলা, হুমকি ও দখলচেষ্টায় জড়িত হিসেবে উল্লেখ করা ব্যক্তিরা হলেন—
সামসুল হক চৌধুরী (৬০), পিতা: অজ্ঞাত,
রাকিব (৩০), পিতা: জুম্মদ মিয়া,বিল্লাল মেম্বার (৩৫), পিতা: মৃত ওয়াজ উদ্দিন মোল্লা,
রুহুল (৩০), পিতা: হানিফ,নুরুজ্জামান (৩০), পিতা: হানিফ, দিলুর হোসেন (২৬), পিতা: পাগল চাঁন, শাহীন (৪০), পিতা: তজুমদ্দিন মোল্লা
,মাসুম (২৮), পিতা: আয়নাল হক, আকরাম (৩০), পিতা: অজ্ঞাত, রাজিব (২৫), পিতা: মৃত রবি মিয়া, সজিব (২২), পিতা: মৃত রবি মিয়া
,সিন্টু (৩০), পিতা: কালু, ইয়াসিন (২৫), পিতা: হানিফ, মনির (২৫), পিতা: নুরা,রাসেল (২২), পিতা: পারভেজ, ইউসুফ মোল্লা (৫০), পিতা: ইদ্দিস আলী মোল্লা,ফারুক (২৮), পিতা: শহি মোল্লা।

এ ছাড়া আরও ৪৫–৫০ জন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেন বলে অভিযোগে বলা হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তদের কয়েকজন স্থানীয়ভাবে রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার করে থাকেন। তারা দীর্ঘদিন ধরেই জমি দখল ও রাস্তা নেওয়ার চেষ্টা করছেন। বিল্লাল হোসেন মেম্বার কথিতভাবে ৩০ লাখ টাকা দাবি করেছিলেন—এমন অভিযোগও রয়েছে।

হামলার সময়কার সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র প্রমাণ হিসেবে আশুলিয়া যৌথ বাহিনী ক্যাম্পে জমা দেওয়া হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের নীরবতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

মিল্টন সমাদ্দার বলেন—
“যদি আমি দোষী হই, আমার বিচার হোক। কিন্তু নির্দোষ হলে হামলাকারীদের আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। আমার আশ্রয়কেন্দ্রে থাকা মানুষগুলো আজ ভয়ে দিন কাটাচ্ছে।”

হামলার পর আশ্রয়কেন্দ্রের অনেক অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। কেন্দ্রটির ১৭৬ জন আবাসিক—বৃদ্ধ, প্রতিবন্ধী নারী ও শিশু—নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীও দাতব্য প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগ পাওয়ার পর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

Print This Post

About newsdesk

Check Also

ভ্যাট কমিশনারের দুর্নীতির সাম্রাজ্য: জনগণের টাকার হরিলুট!

স্টাফ রিপোর্টার : ভ্যাট ও গোয়েন্দা বিভাগের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ …

Leave a Reply