Wednesday, December 31, 2025
Breaking News

কাকরাইলে মা-ছেলে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক :

রাজধানীর কাকরাইলে তিন বছর আগে মা-ছেলে হত্যার ঘটনায় নিহত নারীর স্বামী, তার তৃতীয় স্ত্রী এবং শ্যালকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রোববার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত তিন আসামি হলেন—আবদুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি। সর্বোচ্চ সাজার পাশাপাশি তিন আসামির সবাইকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।

২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসায় করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে (১৯) গলা কেটে হত্যা করা হয়।

এই রায়ের বিরুদ্ধে আপলি করা হবে কি না জানতে চাইলে করিম বলেন, সেটা উকিলের সঙ্গে কথা বলে তিনি ঠিক করবেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার জানিয়েছেন, মামলার বাদী আশরাফ আলী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সুত্র :প্রতিদিনের সংবাদ

Print This Post

Check Also

মাগুরার নাজির আহমেদ কলেজে ছাত্রদল কমিটি নিয়ে উত্তেজনা, মশাল মিছিল ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সাফা ইসলাম, (ক্রাইম রিপোর্টার) : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজে …

Leave a Reply