Saturday, January 31, 2026
Breaking News

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির

অনলাইন ডেস্ক :

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ১৮ জানুয়ারি, সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা (২৫)। তারা রাজধানীর দক্ষিণখান মোল্লারটেকে এলাকায় বসবাস করতেন।

পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, সকালের দিকে আকাশ ইকবাল মোটসাইকেলে তার স্ত্রী মায়া হাজারিকাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হন। তারা বিমানবন্দর পদ্মা ওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুত্র : খোলা কাগজ

Print This Post

Check Also

মাগুরার নাজির আহমেদ কলেজে ছাত্রদল কমিটি নিয়ে উত্তেজনা, মশাল মিছিল ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সাফা ইসলাম, (ক্রাইম রিপোর্টার) : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজে …

Leave a Reply