Monday, December 15, 2025
Breaking News

ইরাকে আইএসের হামলায় হাশদ আশ-শাবি’র ১১ যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক :

ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র অন্তত ১১ যোদ্ধা উগ্রবাদীদের (আইএস) হাতে নিহত হয়েছেন। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন।

প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতের অন্ধকারে আইএস উগ্রবাদীরা হালকা অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায়। ইরাকের রাজধানী বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দু’দিন পর হাশদ আশ-শাবি যোদ্ধাদের হত্যা করল তারা।

এই আধাসামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল-মালিকি বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়।এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও অপর ১০ জন আহত হন। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এজন্য আইএস উগ্রবাদীদের দায়ী করেছেন।

ইরাকে আইএস উগ্রবাদীরা পরাজিত হলেও তাদের কেউ কেউ এখনো দেশটিতে ঘাপটি মেরে পড়ে আছে এবং সুযোগ পেলে বিক্ষিপ্তভাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ নানা ধরনের নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়ছে।

সূত্র : পার্সটুডে

 

Print This Post

Check Also

মাগুরার নাজির আহমেদ কলেজে ছাত্রদল কমিটি নিয়ে উত্তেজনা, মশাল মিছিল ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সাফা ইসলাম, (ক্রাইম রিপোর্টার) : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজে …

Leave a Reply