Thursday, December 11, 2025
Breaking News
প্রতীকী ছবি

শার্শা থেকে চুরি হওয়া শিশু চারদিন পর সাতক্ষীরা থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক :

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার থেকে চুরি হওয়া শিশুকে চার দিন পর সাতক্ষীরার একটি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাত ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রাম থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মিলন গাজীর স্ত্রী সালমা খাতুন ও ছালমা খাতুনের শ্বশুর লুৎফর গাজী।

জানা যায়, শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আশরাফুলের স্ত্রী জান্নাতুল বেগমের সাথে এনজিওকর্মী পরিচয়ে সহযোগীতার আশ্বাসে বন্ধুত্ব সৃষ্টি করে সালমা খাতুন। বুধবার সকালে সালমা শার্শার বাগআঁচড়া বাজারে একটি খাবার হোটেলে যায় জান্নাতুল বেগমের সঙ্গে। এরপর সুযোগ বুঝে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা আশরাফুল বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, পুলিশের বিভিন্ন সংস্থা শিশুটি উদ্ধারে কাজ করছিল। রবিবার সন্ধ্যায় সোর্সের মাধ্যমে শিশুটির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে শিশুটিকে সালমার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় শিশু চুরির অভিযোগে অভিযুক্ত সালমা ও তার শ্বশুরকে গ্রেফতার করা হয়।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন

Print This Post

Check Also

মাগুরার নাজির আহমেদ কলেজে ছাত্রদল কমিটি নিয়ে উত্তেজনা, মশাল মিছিল ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সাফা ইসলাম, (ক্রাইম রিপোর্টার) : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজে …

Leave a Reply