Saturday, December 13, 2025
Breaking News

মানবতার বন্ধু বাহুবলের আজমল চেয়ারম্যান

মাইনুদ্দীন :

জনতার জনপ্রিয়তার রায় নিয়ে ভুলে যাননি সাধারণ জনগণকে। ভোটারদের দেওয়া কথা রেখেছেন বাহুবল ইউনিয়নে চেয়ারম্যান আজমল চৌধুরী।

করোনার মহামারি দুঃসময়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষদের দিকে। নগদ অর্থ আর খাদ্য সহায়তায় নিয়ে দাঁড়িয়েছেন অসহায় দুস্থ্য মানুষেরদের পাশে।

এছাড়াও তিনি রাস্তা পাকাকরন, সড়কের পাশে বাতি লাগিয়ে অন্ধকার দূরকরণ এবং সোলার ফ্যান প্রদানসহ বাহুবল ইউনিয়নে নানান উন্নয়ণে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কর্মবীর আজমল চেয়ারম্যানকে স্থানীয় পর্যায়ে মানবতার বন্ধু নামে ডাকে। বাহুবল ইউনিয়নের উন্নয়ণ সম্পর্কে আলাপকালে তিনি জানান, আগামিতে জনগণের রায় পেলে জনগণের সেবক হিসেবে জনতার পাশে থাকবেন এবং উন্নয়ণের কাজ অব্যাহত রাখবেন।

একটি সুন্দর সুস্থ্য সমাজ নির্মাণে আজমল চেয়ারম্যানকেও পাশে চায় সাধারণ জনগণ।

Print This Post

Check Also

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু অজয় বাঙ্গা’র

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা শুক্রবার গ্রুপের নেতৃত্বে তার প্রথম দিনের কাজ শুরু করেছেন। বাঙ্গা …

Leave a Reply