Thursday, December 11, 2025
Breaking News

ভুয়া নিউজ এর মাধ্যমে হামলা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ

নিউজের মাধ্যমে হামলা-মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ: প্রতারক চক্র সক্রিয়

📍 নিজস্ব প্রতিবেদক। [১৭ ই জুন ২০২৫]

  • সাম্প্রতিক সময়ে ভুয়া খবর (ফেক নিউজ) ছড়িয়ে সাধারণ মানুষের কাছে হামলা বা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।  গত ৫ই জুন ২০২৫ ঢাকাস্থ চিটাগাং হাইওয়ে রোডের কাঁচপুর ব্রিজের ঢাল সংলগ্নের (রিভারভিউ) একটি আবাসিক হোটেলের অনৈতিক কাজের তথ্য সংগ্রহ কে কেন্দ্র করে, উল্টো তথ্য সংগ্রহকারী (সংবাদ কর্মীদের) বিরুদ্ধে অভিযোগ এবং হামলা মামলার ভয় দেখিয়ে নিজেদের অপরাধকে আড়াল করার চেষ্টা, এবং এলাকায় একাধিক ব্যক্তি ও গোষ্ঠী এমন প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে  বিষয়টি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাকে মৌখিকভাবে একাধিকবার অবগত করা হয়।অভিযোগ অনুযায়ী, প্রতারক চক্র প্রথমে একটি মিথ্যা বা বিকৃত তথ্য তৈরি করে অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর ভুক্তভোগীকে ফোন বা মেসেজের মাধ্যমে জানানো হয়, তার বিরুদ্ধে ‘সংবেদনশীল’ খবর প্রকাশিত হয়েছে বা হতে যাচ্ছে। ভয় দেখানো হয় যে, তার বিরুদ্ধে হামলা বা ফৌজদারি মামলা দায়ের করা হবে।এরপর চক্রের সদস্যরা ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে বলে, তারা চাইলে খবরটি সরিয়ে দিতে বা ‘উচ্চপর্যায়ে ম্যানেজ’ করতে পারে।এক ভুক্তভোগীর ভাষ্য:আমার নামে একটি মিথ্যা পোস্ট শেয়ার করে বলা হয়েছিল, আমি একটি হামলার সঙ্গে জড়িত। পরে অচেনা এক ব্যক্তি ফোন করে বলে, যদি টাকা না দেই, তাহলে খবরটি ছড়িয়ে পড়বে এবং আমার বিরুদ্ধে মামলা হবে।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এই ধরনের প্রতারণা ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির আওতায় গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। ইতিমধ্যে কয়েকটি মামলাও হয়েছে। জনগণকে এসব ঘটনার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এবং বিষয়টি  নিয়ে তারা কাজ করছে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বা সিআইডি-তে লিখিত অভিযোগ:সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন এবং যাচাই না করে কিছু শেয়ার করবেন না।📢 ভুয়া খবর ছড়ানো ও প্রতারণা সমাজের জন্য মারাত্মক হুমকি। সচেতন হোন, অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

Print This Post

Check Also

খুলনায় ভোরের দর্পণ অফিসে চুরি, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ দলিল উধাও

স্টাফ করেসপন্ডেন্ট : খুলনা শহরের ২ নং ছোট মির্জাপুর রোডে অবস্থিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ-এর …

Leave a Reply