Tuesday, December 9, 2025
Breaking News

বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টির নতুন নেতৃত্বে ইউসুফ পারভেজ ও রায়েদ আকন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি (এনআরপি)-এর পূর্ণাঙ্গ ৫২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ নভেম্বর ২০২৫ ইং, সোমবার দলটির উচ্চপর্যায়ের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ও উদ্যমী নেতা মোঃ ইউসুফ পারভেজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী জি এম রোকনউদ্দীন রায়েদ আকন।

এছাড়া নবগঠিত কমিটিতে রয়েছেন —
সিনিয়র সহ-সভাপতি মোঃ সাব্বির আহমদ, সহ-সভাপতি মোঃ সাইফুল্লাহ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজর মামুন আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হোসেন, দপ্তর সম্পাদক খন্দকার লাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওমর শরীফ, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন বেগম পারুল, শিক্ষা বিষয়ক সম্পাদক মুনসেফ আলী মাস্টার, শ্রম কল্যাণ সম্পাদক মোঃ রাসেল আকন্দ, তথ্য ও গণমাধ্যম সম্পাদক ডা. এস আই রেজা, সমাজকল্যাণ সম্পাদক একে এম শফিকুল ইসলাম এবং স্বাস্থ্য সম্পাদক ডা. মনরঞ্জন।

নবগঠিত এই ৫২ সদস্যের কেন্দ্রীয় কমিটি দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলার প্রত্যয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। দলীয় নেতাকর্মীরা বিশ্বাস করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এনআরপি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print This Post

Check Also

মাগুরার নাজির আহমেদ কলেজে ছাত্রদল কমিটি নিয়ে উত্তেজনা, মশাল মিছিল ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সাফা ইসলাম, (ক্রাইম রিপোর্টার) : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজে …

Leave a Reply