Breaking News

ট্রাকের ধাক্কায় সড়কে ঝরে গেল ৪ প্রাণ

অনলাইন ডেস্ক :

শেরপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরিপোর্ট লেখা পর্যন্ত সময়ে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ওসি আবদুল আল মামুন জানান, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

এ সময় আহত হন একজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুত্র : আলোকিত বাংলাদেশ

Print This Post

About Amena Fatema

Check Also

আগৈলঝাড়ার ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ’

স্টাফ রিপোর্টার : আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য …

Leave a Reply