স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক এলাকা থেকে মোঃ সাইফুল্লাহ খান (৩৫) নামের এক ব্যক্তি তার ব্যাংক-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
২২ মার্চ ২০২৪ খ্রি. তারিখে টঙ্গী পূর্ব থানায় করা জিডি নং: ১৩৪০, ট্র্যাকিং নং: GUVPAG–এ উল্লেখ করা হয়, গত ২১ মার্চ ২০২৪, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমতলী কেরানীরটেক এলাকার রাস্তামোড় সংলগ্ন স্থানে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পুরানা পল্টন শাখার একটি চেকবই হারিয়ে যায়। চেকবইটির হিসাব নম্বর 20502060102103806।( চেক নং- MCL 8554880 থেকে 8554890)।
জিডিতে সাইফুল্লাহ খান জানান, চেকবইটি নিজের অজান্তে হারিয়ে গেলে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। তবে দীর্ঘ অনুসন্ধানের পরও কোনো সন্ধান না পাওয়ায় ভবিষ্যতে আইনগত জটিলতা এড়াতে বাধ্য হয়ে তিনি সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন।
জিডিটি প্রস্তুত করেন টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ আবু বক্কর সিদ্দিক (বিপি-৮৭০৬১৫৬২৫৯)। বিষয়টি যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান (বিপি-৭৯০৬০৯৮৫৭৬)।
হারানো চেকবইটি যার হাতে পাওয়া গেলে নিকটস্থ থানায় জমা দেওয়ার অনুরোধ করেছেন ভুক্তভোগী সাইফুল্লাহ খান।
ক্রাইম নিউজ