Breaking News

অবশেষে বার্জ উদ্ধার হলেও পলাতক রয়েছে সন্ত্রাসী জসীমউদ্দীন, প্রাণপণ চেষ্টা চলছে গ্রেপ্তারের

নিজস্ব প্রতিনিধি:

ফতুল্লার বক্তাবলীর গোপালনগরে বার্জ ভাড়া করার পর থেকে সন্ত্রাসী জসিম উদ্দিন ওরফে কালা জসিম মালিককে হুমকি টাকা না দেয়ার পায়তারা এমনকি ভাড়াকৃত বার্জটি নিজের করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে থানায় একাধিক সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয় এই ভয়ানক সন্ত্রাসী জসিম উদ্দিন ওরফে কালা জসিমের নামে।

এক পর্যায়ে পুলিশের প্রাণপণ চেষ্টায় বার্জটি উদ্ধার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নাই।পলাতক অবস্থায় রয়েছেন তিনি।

পুলিশ প্রশাসন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভয়ানক সন্ত্রাসী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করার জন্য।

Print This Post

About Amena Fatema

Check Also

প্রতারক এখন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক : বর্তমান ফেসবুকে দেখা যায় প্রতিদিন দূর্নীতির তালাশ নামে একটি অনলাইন পোর্টাল। যার …

Leave a Reply