Breaking News

লোডস্কেবেটার ও ড্রাম ট্রাক দিয়ে ফসলের জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন , এ যেনো দেখার কেউ নেই

সাগর:

নরসিংদী আলিপুর নরসিংদী ট্যাগ রায়পুর অবৈধভাবে মাটি উত্তোলন করছে জাকির এবং আমিন সহ কিছু অসাধু ব্যবসায়ী, ধরাছোঁয়ার বাইরে, এ যেন দেখার কেউ নেই। বেকুলোডস্কেবেটার ও ড্রাম ট্রাক দিয়ে ফসলের জমি থেকে মাটি উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এই মাটির ব্যবসা।

এ বিষয়ে ইউনিয়নবাসীকে জিজ্ঞেসা করে জানা যায়, ইউনিয়নের কিছু প্রভাবশালী হ্মমতার বলে লোডস্কেবেটার ও ড্রাম ট্রাক দিয়ে মাটির ব্যবসা বহুদিন ধরে চালিয়ে যাচ্ছে। নরসিংদী আলিপুর নরসিংদী ট্যাগ রায়পুর অবৈধভাবে মাটি উত্তোলন করছে কিছু অসাধু ব্যবসায়ী।

এ বিষয়ে ভূমি কমিশনারের কাছে জানতে চাইলে বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা সহ বিভিন্ন আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে থাকি।

Print This Post

About Amena Fatema

Check Also

আলাউদ্দিন নাসিম: আমলা থেকে এমপি, হাজার কোটির মালিক

নিজস্ব প্রতিবেদক : আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসে ১৯৮৬ সালে যোগ দেন। …

Leave a Reply