Breaking News

অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক যাত্রী

অনলাইন ডেস্ক :

পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে তলা ফেটে ‘গোলাম মাওলা’ নামে একটি ফেরি ডুবে যাওয়ার উপক্রম হলে অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন তিন শতাধিক যাত্রী।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ৩৫টি যানবাহন ও ৩ শতাধিক যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে হাজরা চ্যানেলের মাগুরখণ্ড স্থানে তলা ফেটে দুর্ঘটনার কবলে পরে ফেরিটি।

ফেরি থাকা বেশ কয়েকজন জানান, তলা ফেটে ভেতরে পানি ঢোকার পরে ফেরিটির একপাশ কাত হয়ে যায়। তবে কোনোরকমে ফেরিটি চালিয়ে ঘণ্টাখানেক পর বেলা ৫টায় ফেরিটি মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে পৌঁছানো হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কবলে পরা ফেরিটিতে তিনটি যাত্রীবাহী বাস, ৩টি ট্রাক ও ২৯টি ছোট ও মাঝারি আকারের যানবাহনসহ ৩৫টি গাড়ি ও ৩ শতাধিক যাত্রী ছিল। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘাটে পৌঁছানোর পর যাত্রী ও যানবাহন অক্ষতভাবে নামিয়ে দেয়া হয়েছে।

সুত্র : প্রতিদিনের সংবাদ

Print This Post

About Amena Fatema

Check Also

মানবতার বন্ধু বাহুবলের আজমল চেয়ারম্যান

মাইনুদ্দীন : জনতার জনপ্রিয়তার রায় নিয়ে ভুলে যাননি সাধারণ জনগণকে। ভোটারদের দেওয়া কথা রেখেছেন বাহুবল …

Leave a Reply