Breaking News

আঁটিহীন কুল বাজারে

অনলাইন ডেস্ক :

মাগুরায় চাষ হওয়া আঁটিহীন পাকা কুল বিক্রি শুরু হয়েছে। এর খামারি মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামের নাসির অ্যাগ্রো ফার্মের মালিক নাসির আহম্মেদ। তার মতে, বাংলাদেশে এই প্রথমবারের মতো আঁটিহীন কুল চাষ হলো।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, নাসির আহম্মেদ নতুন জাতের সিডলেস বা বীজবিহীন কুল ও চারা বিক্রি করে লাভবান হচ্ছেন। তিনি জানান, দেশের পুষ্টি চাহিদা পূরণ করার লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে এ কুলের জাতের চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কুল খামারি নাসির জানান, বীজবিহীন এই কুলের সন্ধান পান তিনি ইউটিউবে। গত বছরের এপ্রিল মাসে ভারত থেকে দুই হাজার চারা এনে চার একর জমিতে লাগান। তিনি বলেন, ‘চারা লাগানোর চার থেকে পাঁচ মাসের মধ্যে গাছে ফুল আসে। ফুল থেকে প্রতিটি গাছে প্রচুর কুল ধরে। বর্তমানে বাগানের প্রতিটি গাছে পরিপক্ক পাকা কুল শোভা পাচ্ছে। তিনি জানান, এরই মধ্যে তার বাগানের পাকা কুল বিক্রি শুরু করেছেন। দুই একর জমির কুল তিনি ছয় লাখ টাকায় স্থানীয় ব্যাপারীদের কাছে বিক্রি করেছেন। বাকি দুই একর জমির কুল বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের কাছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দামে বিক্রি করছেন। চার একর জমিতে আঁটিহীন এই কুল চাষ করতে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে তার।

উৎপাদিত কুল ১০ লাখ টাকা এবং প্রায় পাঁচ হাজার চারা থেকে আরো কয়েক লাখ টাকা আয় করবেন বলে আশা করছেন নাসির। এরই মধ্যে এলাকার অনেকে তার কাছ থেকে চারা কিনে আঁটিহীন কুলের বাগান করছেন। প্রতিটি চারা তিনি ৫০ টাকায় বিক্রি করছেন।

কুলের ব্যাপারী মশিউর রহমান, মিন্টু মিয়াসহ কয়েকজন জানান, তারা নাসিরের বাগান থেকে এ কুল কিনে স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকা, মানিকগঞ্জ, সাভার, বাইপাইলের নিয়ে বিক্রি করছেন। বাজারে নতুন জাতের এ কুলের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। তারাও এ কুল বিক্রি করে লাভবান হচ্ছেন।

সদরের হাজরাপুর, হাজিপুর ইউনিয়নের শওকত হোসেন, বদরুল আলমসহ একাধিক কৃষক জানান, নাসির আহম্মেদ নতুন জাতের এ আঁটিছাড়া কুলের চাষ করে আর্থিকভাবে লাভবান হাওয়ার পাশপাশি এলাকায় ব্যাপক সাড়াও ফেলেছেন। তারাও নাসিরের কাছ থেকে চারা কিনে বাগান তৈরি করছেন।

সূত্র : বিডিনিউজ।

Print This Post

About Amena Fatema

Check Also

রাশিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর …

Leave a Reply