স্টাফ রিপোর্টার :
জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার শাখা’র সভাপতি জহিরুল ইসলাম সিকদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার সভাপতি এম এ হামিদ মুন্না ও নেতৃবৃন্দের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হত্যাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহবান জানান।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Print This Post