Breaking News

কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের চাপায় প্রাণ গেল মিস্ত্রির

অনলাইন ডেস্ক :

রাজধানীর কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের চাপায় প্রাণ গেল এক ব্যক্তির। তার নাম শরিফুদ্দিন হারুন (৫২)। তিনি ট্রেনের ইঞ্জিন মিস্ত্রি ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশন লেকেসেটের মধ্যে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শরিফুদ্দিনের সহকারী বাবুল হোসেন জানায়, তারা ইঞ্জিন মেরামতের কাজ করেন। সকালে স্টেশনের লেকসেটের একটা ইঞ্জিন মেরামত করছিলেন। এমন সময়ে আরেকটা ইঞ্জিনের সঙ্গে চাপা লাগে শরিফুদ্দিনের। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

বাবুল হোসেন আরও জানান, শরিফুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। বাবার নাম মৃত তোফায়েল আহমেদ। রাজধানীর শাহজাহানপুর পানির ট্যাংকি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন

Print This Post

About Amena Fatema

Check Also

বিএনপি নেতা কফিল  তাণ্ডবে উত্তরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা নিয়ে বিএনপির যেন অস্থিরতার শেষ নেই। একের পর এক বহিষ্কার, …

Leave a Reply