অনলাইন ডেস্ক :
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে মিম (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি তারা।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, শহীদ মিনারের পেছনে মেয়েটি শোয়া অবস্থায় ছিলো। তাকে কয়েকজন উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেল চিকৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মেয়েটির গলায় কালো দাগ রয়েছে। তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চত নয় তারা। এ বিষয়ে তদন্ত চলছে।ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালেল মর্গে রাখা হয়েছে।
সুত্র : প্রতিদিনের সংবাদ