অনলা্ইন ডেস্ক :
লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতকের ক্ষতবিক্ষত লাশ নিয়ে টানাহেঁচড়া করছে কুকুর। এমন সময়ে স্থানীয় এক পথচারির নজরে আসে। ওই নবজাতকের মাথা ছাড়া কোনো অংশ আর দেখা যাচ্ছে না। কে বা কারা শিশুটিকে রেখে গেছে সেটাও জানা যায়নি।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এমন দৃশ্য দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়র। উপজেলার উত্তর চরলরেঞ্চ পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে ওড়না ও কম্বল মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে আছে। তবে বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পৌঁছায়নি।
স্থানীয় সূত্র জানায়, একটি কালো ব্যাগ থেকে কম্বল, ওড়না ও লুঙ্গি মোড়ানো ওই নবজাতককে টেনেহেঁচড়ে বের করে আনে কুকুর। এটি দেখে স্থানীয়রা কাছে গিয়ে কুকুরটিকে তাড়িয়ে দেয়। কিন্তু তার আগেই নবজাতকের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।
চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একটি ব্যাগ থেকে কুকুর টেনেহেঁচড়ে নবজাতকের দেহটি বের করেছে। দূর থেকে এটি দেখে কাছে এসে কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়। এরমধ্যেই শিশুটির পুরো দেহ ক্ষতবিক্ষত হয়। ঘটনাটি মর্মান্তিক।
মুঠোফোনে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ঘটনাটি এখনও কেউ আমাদের জানায়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।
সুত্র : যায়যায় দিন