Breaking News
খাঁড়ি থেকে নবজাতক উদ্ধারের পর তার সেবার দায়িত্ব মেলে স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স আমিনা বেগমের

খাঁড়ি থেকে নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাঁড়ি থেকে একদিন বয়সী এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বুধবার উদ্ধারের পর শিশুটিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

হাসিনা (৪০) নামে এক নারী শিশুটিকে উদ্ধার করেন। তিনি পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। হাসিনা জানান, গতকাল দুপুরে তিনি খাঁড়ির পাশের জমিতে মটরশুটি তুলতে গিয়ে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিংকন জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আমিনা বেগম শিশুকে নিজের বুকের দুধ পান করিয়েছেন।

এ দিকে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সুত্র : আমাদের সময়

Print This Post

About Amena Fatema

Check Also

রাশিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর …

Leave a Reply