অনলাইন ডেস্ক :
খেজুর আমাদের সবার পরিচিত একটি ফল।যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। খেজুরের উপকারীতা সম্পর্কে সবাই বেশ কম জানে। খেজুর আবার অনেকের প্রিয় খাদ্যও। বাজারে খেজুরের অনেক জাত রযেছে, তার মধ্যে অন্যতম হলো আজওয়া খেজুর।
কেননা, মহানবী হযরত মুহাম্মদ (স) বলেছেন, “যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খায়; তার উপর বিষক্রিয়া অথবা যাদুর কোন ধরণের প্রভাব ফেলতে পারে না!” (সহীহ বুখারী শরীফ: 7:65:356)
***খেজুরের উপকারীতা সম্পর্কে জেনে নিন:








*** আল্লাহ্ কী উপাদান দিয়েছেন খেজুরের মধ্যে:
1. মিনারেল
2. জিঙ্ক
3. ক্যালসিয়াম
4. ম্যাঙ্গানিজ
5. ম্যাগনেশিয়াম
6. আয়রণ
7. ভিটামিন সি ও ডি রয়েছে।
পবিপবিত্র কুরআনে স্পষ্ট ভাবে খেজুরের গুনাগুন সম্পর্কে লেখা আছে।তাই আমাদের সবার উচিত প্রতিদিন অল্প হলেও খেজুর খাওয়া।
সুত্র : ক্রাইম নিউজ.কম
Print This Post