Breaking News
ছবি: যুগান্তর

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক :

গাজীপুরে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস এন্ড ওয়াশিং কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসময় দগ্ধ হয়ে মাসুম শিকদার (২৩) নামে এক  শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২২ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কারখানার রাসায়নিক গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ঢাকা জেলার দোহার থানার চরকুসুমহাটি গ্রামের সূর্য
শিকদারের ছেলে। তিনি কারখানার গোডাউনে ওয়েল্ডিং শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকালে কারখানার রাসায়নিক রাখার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হন। এসময় আহত হন অন্তত ২২ জন।

নিহত ওই শ্রমিক কারখানার গোডাউনে ওয়েল্ডিং শ্রমিকের কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার এসআই সাদেক মিয়া বলেন, কারখানার গোডাউন থেকে
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক সেলিম মিয়া বলেন, নিহত ওই যুবক কারখানার নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং কাজে নিয়োজিত ছিলেন। তিনি শনিবার সকালে কাজ করার সময় এ আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় পুরো গোডাউনটি আগুনে পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

সুত্র : যুগান্তর প্রতিবেদন,

Print This Post

About Amena Fatema

Check Also

রাশিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর …

Leave a Reply