চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ অনানুষ্ঠানিক টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল ও এলিক আথানাজে। মারমুখী মেজাজে ব্যাট চালিয়ে হাফ-সেঞ্চুরি তুলে ৬৬ বলে ৫৯ রান করে আউট হন তিনি।
চতুর্থ উইকেটে অধিনায়ক জশুয়া ডা সিলভাকে নিয়ে বড় জুটি গড়েন চন্দরপল। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। জুটিতে আসে ১৩২ রান। ডা সিলভাকে ৮২ রানে আউট করে জুটি ভাঙ্গেন স্পিনার নাসুম আহমেদ। ৯৪ বল খেলে ১২টি চার ও ২টি ছক্কা মারেন ডা সিলভা। এরপর চন্দরপলকে থামান পেসার মুশফিক হাসান। ১৬০ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কায় ৮৩ রান করেন চন্দরপল।
দিন শেষে রেমন রেইফার ৫৬ ও কেভিন সিনক্লেয়ার ২২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের নাসুম ৩টি, মুশফিক ২টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট নেন।