Breaking News

চার হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩২০ রান

চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ অনানুষ্ঠানিক টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল ও এলিক আথানাজে। মারমুখী মেজাজে ব্যাট চালিয়ে  হাফ-সেঞ্চুরি তুলে ৬৬ বলে ৫৯ রান  করে আউট হন  তিনি।

চতুর্থ উইকেটে অধিনায়ক জশুয়া ডা সিলভাকে নিয়ে বড় জুটি গড়েন চন্দরপল। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। জুটিতে আসে ১৩২ রান। ডা সিলভাকে ৮২ রানে আউট করে জুটি ভাঙ্গেন স্পিনার নাসুম আহমেদ। ৯৪ বল খেলে ১২টি চার ও ২টি ছক্কা মারেন ডা সিলভা। এরপর চন্দরপলকে থামান পেসার মুশফিক হাসান। ১৬০ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কায় ৮৩ রান করেন চন্দরপল।

দিন শেষে রেমন রেইফার ৫৬ ও কেভিন সিনক্লেয়ার ২২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের নাসুম ৩টি, মুশফিক ২টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট নেন।

Print This Post

About newsroom

Check Also

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু অজয় বাঙ্গা’র

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা শুক্রবার গ্রুপের নেতৃত্বে তার প্রথম দিনের কাজ শুরু করেছেন। বাঙ্গা …

Leave a Reply