Breaking News

ছেলেকে হত্যা করে পালানোর সময় আটক বাবা

অনলাইন ডেস্ক :

পারিবারিক কলহের জেরে আরাফাত (৮) নামের আট বছরের ছেলেকে গলাটিপে হত্যার অভিযোগে বাবা এরশাদ মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আরাফাত নামের ৮ বছরের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা এরশাদ মিয়ার বিরুদ্ধে। তার বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে।

এরশাদ কান্দুলিয়া গ্রামে বিয়ে করেন আট বছর আগে।

দাম্পত্য কলহের জেরে আট বছরের ছেলে সন্তান রেখেই স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে তার স্ত্রী ও সন্তান শ্বশুরবাড়ি কান্দুলিয়াতেই অবস্থান করছিল।

শনিবার দুপুরে এরশাদ শ্বশুরবাড়ি এসে ছেলেকে হত্যা করে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী টের পেয়ে তাকে অবরুদ্ধ করে থানায় খবর দেয়।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আসামিকে থানায় আনা হয়েছে। এখন ঘটনাস্থলে যাচ্ছি।

সুত্র : দেনিক সংবাদ

Print This Post

About Amena Fatema

Check Also

বিএনপি নেতা কফিল  তাণ্ডবে উত্তরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা নিয়ে বিএনপির যেন অস্থিরতার শেষ নেই। একের পর এক বহিষ্কার, …

Leave a Reply