অনলাইন ডেস্ক :
রাজধানী ডেমরার পশ্চিম সানারপাড়, মদিনাবাগ ও গ্রীনসিটি এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) রাত ১১ টায় ইয়াবা ব্যবসায়ের অপরাধে ৪ জনকে আটক করা হয়। প্রথমে পশ্চিম সানারপাড় এলাকার জুলহাসের ভাই কবিরকে আটক করা হয়। এরপর কবিরের দেয়া তথ্য নিয়ে মদিনাবাগ মোড় ও গ্রীন সিটি জাকিরের বাড়ি থেকে আমানসহ আরও ৩ আসামীকে গ্রেফতার করা হয়।
সরেজমিনে জানা যায় ও স্থানীয়রা জানান, র্যাবের কয়েকটি মটরসাইকেল ও র্যাব ১১’র দুটি গাড়ি প্রবেশ করে পুরো এলাকা ঘিরে ফেলে। রেইড চলাকালে পুরো এলাকায় আতঙ্ক বিস্তার করে। তারা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক কেনে। পরে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
এদিকে র্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আমান নামের একজনকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় ৪শ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোন সহ থানায় হস্তান্তরের বিবরন দেয়া হয়। বাকি আসামীদের বিষয়ে কিছু উল্লেখ করা হয় নি।
বিষয়টি নিয়ে র্যাব ১১’র অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলেও কোন জবাব পাওয়া যায় নি।
সুত্র : নিজস্ব প্রতিবেদক