মো: সাইফুল্লাহ খান :
অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা জীবন গড়ি উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
বুধবার বিকালে ঢাকা জেলা প্রশাসক জনাব মো: শহীদুল ইসলাম এর উদ্যোগে জীবন গড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার মানিকনগর ও যাত্রাবাড়ী সহ বিভিন্ন যায়গার প্রতিবন্ধী এবং অসহায় ও দরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ। এ সময় উপস্থিত ছিলেন, জীবন গড়ি উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসরিন হিরা ডায়মন্ড। এ ছাড়াও সাংবাদিক মো: সাইফুল্লাহ খান, মাসুম ইকরাম জোয়ার্দার, মো: রফিকুল ইসলাম রাফি, জসিম উদ্দিন, ফাউন্ডেশনের মুগদা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব,সি.সহ-সভাপতি জনাব সানু খান,যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপারভাইজার আবুল হোসেন তাং, সাংগঠনিক সম্পাদক মো: খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক সাগর হোসেন,আবুল হোসেন,আনোয়ার হোসেেন,হাজেরা বেগম সহ অনেকে। মাংস বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসরিন হিরা বলেন,আমি সবসময় মহান আল্লাহ তায়ালার ওপরে ভরসা করি। আমার এই মহত উদ্যোগ নেওয়া এবং অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কোরবানির মাংস বিতরণ সহ যা কিছু করছি, সবকিছুর পিছনে মাননীয় জেলা প্রশাসক আমাকে যথাযথ সহযোগিতা করেছেন। আমি যতদিন বেচে থাকব ততদিন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা না কার্যক্রম হাতে নিয়ছি। সরকারের সহযোগিতা পেলে হয়তো দরিদ্র এবং প্রতিবন্ধীদের মাঝে আরও ভালো কিছু করতে পারব বলে আশাবাদী।