Breaking News
প্রতিকি ছবি

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গুলি, নিহত ১

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের নগরের পাঠানটুলীতে দুই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আজগর আলী ওরফে বাবুল (৫৫)। এ ছাড়া গুলিবিদ্ধ মো. মাহবুবকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানটুলি মগপুকুর পাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও একই দলের বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরর অনুসারীদের মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দুই প্রার্থীর অনুসারীরা মগপুকুর এলাকায় মুখোমুখি হয়। দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

ডবলমুরিং থানার সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, গোলাগুলির ঘটনায় আজগর নামে একজন মারা যায়। তাঁর বুকে গুলি লাগে। বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, সংঘর্ষে গুলিবিদ্ধ মাহবুব নামের একজনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাহবুবের উরুতে গুলি লেগেছে।

সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়ি পড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন আহত হয়।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক-উল-হক প্রথম আলোকে বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গোলাগুলি হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিটি করপোরেশন ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম বাহাদুর। সদ্য সাবেক কাউন্সিলর আবদুল কাদের একই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে। তাঁকে দল সমর্থন দেয়নি। এ নিয়ে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রথম তফসিল ঘোষণার পর থেকে দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

বাহাদুর প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর এবং আবদুল কাদের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। আগামী ২৭ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুত্র : প্রথম আলো

Print This Post

About Amena Fatema

Check Also

রাশিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর …

Leave a Reply