Breaking News

দৈনিক পত্রিকা অনলাইন পোর্টালে বিশেষ সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন আল-আমিন

সাংবাদিক আল-আমিনকে জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক পত্রিকার বিশেষ সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৯ জুন দৈনিক পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান সাংবাদিক আল-আমিনের হাতে পরিচয়পত্র ও নিয়োগপত্র তুলে দেন।

প্রসঙ্গত, আল-আমিন পেশায় একজন গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার এবং সাংবাদিকের পাশাপাশি ফ্রিল্যান্সিং। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত একটি ইউটিউব চ্যানেলে সিনিয়র ম্যানেজার হিসাবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি এপ্রিল ২০২০ থেকে অক্টোবর ২০২০ পর্যন্ত বগুড়ার শেরপুরে বাইকারদের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “শেরপুর বাইকার্স” এর মডারেটর এবং ডিজাইনার হিসাবে কাজ করেছেন।

এসময় তিনি জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক পত্রিকার বিশেষ প্রতিনিধি নির্বাচিত হওয়ায় পত্রিকাটির কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের জন্য কাজ করার আশ্বাস দেন।

Print This Post

About newsdesk

Check Also

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ও তার স্ত্রীর হিসাব স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের মালিকানাধীন …

Leave a Reply