অনলাইন ডেস্ক :
সারা দিনের কাজ শেষে স্ত্রী ও তার আদরের মেয়ে বৃষ্টির (১২) সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন পাবনার সাঁথিয়ার দিনমজুর শাহাবুদ্দিন। (৪০)। কিন্তু হঠাৎ সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢুকে পড়ল ঘরে। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাবা-শাহাবুদ্দিন ও মেয়ে বৃষ্টির। এ ঘটনায় আহত হয়েছেন মা লাকী খাতুন (৩০) ও ছেলে সাগর (৩)। গতকাল শুক্রবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটাপাড়া এলাকার।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ থেকে কাশিনাথপুরগামী সিমেন্টবোঝাই শাহ সিমেন্টের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাশিনাথপুর-বগুড়া সড়কের উপজেলার সরিষা ভিটাপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘরে থাকা পিতা ও কন্যা নিহত হয় এবং মা ও ছেলে আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে মাধপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তসহ আইনের প্রক্রিয়া চলছে। ট্রাক চালক পলাতক রয়েছে।
সুত্র : আমাদের সময়