অনলাইন ডেস্ক :
নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় সনাই মিয়া (৩২) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। তিনি মদন উপজেলার চন্দ্রতলা গ্রামের মিছর উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, মদন উপজেলার কুলিয়াডি গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন ও কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে কুতুব উদ্দিন।
আজ সোমবার সকালে নেত্রকোনার কেন্দুয়া-ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি সড়কের আটিগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আটিগ্রাম এলাকায় পাথরবাহী একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিলো। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হিরণ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস দাঁড়ানো পাথরবাহী ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ধাক্কা খেয়ে দুমরে-মুচরে যায়। এ সময় বাসের ভিতরে থাকা একজন হেলপার নিহত হন।
উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে মিনহাজ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র : বাংলাদেশ প্রতিদিন