অনলাইন ডেস্ক:
পাকিস্তানের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আসিফের বল খেলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ।
শুধু ভিলিয়ার্সই নয়, ভারতীয় তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও মোহাম্মদ আসিফের বল ফেস করতে ভয় পেতেন। এমনটাই দাবি করেছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতার।
স্পোর্টস টুডেতে দেয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেছেন মোহাম্মদ আসিফ ওয়াসিম আকরামের চেয়েও বড় বোলার। ওকে আমি স্বচক্ষে বোলিং করতে দেখেছি। অনেক ব্যাটসম্যানকেই দেখেছি আসিফের বোলিংয়ের সামনে কেঁদে ফেলতে।
শোয়েব আখতার আরও বলেছেন, ভিভিএস লক্ষ্মণ আমাকে একবার বলেছিল, ওকে কীভাবে ফেস করব! এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় এবি ডিভিলিয়ার্স তো কেঁদেই ফেলে।
২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসনে যাওয়ার আগে দুনিয়ার শীর্ষসারির বোলারদের তালিকায় নাম লিখিয়েছিলেন মোহাম্মদ আসিফ।
শোয়েব আখতার আরও বলেছেন, আসিফের পর বর্তমানে আমার মতে সব থেকে স্মার্ট বোলার হলো যশপ্রিত বুমরাহ। টেস্ট ক্রিকেটে ওর ফিটনেস নিয়ে অনেকে সন্দিহান ছিল। ও দ্রুতগতির বাউন্সার দিতে সক্ষম।
সু্ত্র: যুগান্তর