অনলাইন ডেস্ক :
চলন্ত বাস থেকে প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় এন মল্লিক পরিবহনের বাসের চালক ও হেলপারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার বিকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাইরুজ তাসনীম রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন বাসচালক মো. সবুজ (২৫) ও হেলপার নাহিদ (১৯)। উল্লেখ্য, গত ৯ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ কুচিয়ামারা সেতু এলাকা থেকে সকালে আসামিদের গ্রেপ্তার করে র্যাব। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।
সুত্র : আলোকিত বাংলাদেশ