Breaking News

বিনিয়োগকারিরা সরাসরি বিডার অনলাইন সেবা নিতে পারেন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন বলেছেন,বিনিয়োগ সেবা আরও সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করা হয়েছে। বিনিয়োগকারিরা স্বল্পসময়ে স্বল্পব্যয়ে এই অনলাইন সেবা নিতে পারেন। কোন তৃতীয় পক্ষের নিকট না গিয়ে বিনিয়োগকারিদের সরাসরি বিডার ওএসএস এর মাধ্যমে সেবা গ্রহণের আহবান জানান তিনি।
মঙ্গলবার বন্দরনগরী চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বিডা এই কর্মশালার আয়োজন করে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)’র সভাপতি মো. মাহবুবুল আলম, সহসভাপতি সৈয়দ মো. তানভীর, বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র জ্যেষ্ঠ সহসভাপতি আবিদা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম জানান, বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারিরা সব ধরনের বিনিয়োগ সেবা ঘরে বসেই একই প্লাটফর্ম থেকে পাবেন, এমনকি এসময়ে তাঁর অফিসে আসারও প্রয়োজন নেই।

সিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম বলেন, দ্রুত বিনিয়োগ সেবা পেতে হলে ব্যবসায়ীদের ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে এবং কাঙ্খিত সেবা পেতে হলে বিনিয়োগকারিদের অবশ্যই তৃতীয় পক্ষ মুক্ত হয়ে সেবা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে  বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ওএসএস এর হালনাগাদ চিত্র তুলে ধরেন এবং ওএসএস পোর্টাল হতে সেবা গ্রহণের ধারনা দেন।

উল্লেখ্য, বিডা বর্তমানে দেশি বিদেশি বিনিয়োগকারিদের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ২৪টি সংস্থার ৭১টি সেবা প্রদান করে আসছে। এছাড়া ৪৩টি সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। অতিদ্রুত এসব সংস্থার সেবাসমূহ বিডা ওএসএসে যুক্ত হবে। অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের আওতায় বিভিন্ন সংস্থার ১৫০টির অধিক সেবা অনলাইনে দেয়ার পরিকল্পনা রয়েছে বিডার।

Print This Post

About newsdesk

Check Also

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ও তার স্ত্রীর হিসাব স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের মালিকানাধীন …

Leave a Reply