অনলাইন ডেস্ক :
হাসপাতালে চিকিৎসাধীন মনিব। আর মনিবের জন্য হাসপাতালের বাইরে দিনের পর দিন অপেক্ষা করছে একটি কুকুর। মনিবের প্রতি এমন নিষ্ঠাবান এক কুকুরের সন্ধান মিলেছে তুরস্কে।
জানা গেছে, কুকুরটির নাম বনকুক। প্রাণীটি তার মনিব সেমাল সেনতুর্ককে হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স অনুসরণ করে প্রতিদিনই হাসপাতালে আসতে থাকে।
কিন্তু ভেতরে ঢুকতে পারেনি। মনিব সেনতুর্ককে হুইলচেয়ারে করে বাইরে নিয়ে আসা হলে বনকুক অবশেষে তার মনিবের দেখা পায়।
সেনতুর্ককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে মনিবের সঙ্গে কুকুরটি বাড়ি ফিরে যায়।
সুত্র : বাংলাদেশ প্রতিদিন
Print This Post