অনলাইন ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে নানাবাড়িতে মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি থেকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হয়েছেন। মাধবপুর উপজেলার হারিয়া গ্রামের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আলাল মিয়া (৩০) উপজেলার আদাঐর গ্রামের অনু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বানেস্বর গ্রামে নানাবাড়িতে আলাল মিয়ার সৎমা মারা যাওয়ার খবর পান।
সকালে ৮টার দিকে আলাল মিয়া ও স্বজনরা একটি সিএনজি অটোরিকশাযোগে মায়ের লাশ দেখতে রওনা দেন। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে পৌঁছাতেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আলাল মিয়া নিহত হন।
এ সময় দুর্ঘটনায় আহত পারুল বেগম ও মনোয়ারা বেগম নামে সিএনজির দুই আরোহীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুত্র : প্রতিদিনের সংবাদ