অনলাইন ডেস্ক :
মুন্সীগঞ্জে পারুল বেগম (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী আলমগীর খানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী আলমগীর খানের সঙ্গে স্ত্রী পারুল বেগমের কলোহ চলছিল। সেই ঘটনায় তাদের মধ্যে গত ৬ মাস আগে তালাক (ডির্ভোস) হয়। পরে তিন দিন আগে পুনরায় দুজনের মধ্যে মিল হলে বিয়ে করেন তারা।
পরে রোববার দিবাগত রাত ১টার দিকে দুজনের মধ্যে আবারও কলহ শুরু হয়। এ সময় দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, স্ত্রী পারুল বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী আলমগীর খান। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পারুলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাতেই পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতলে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত আলমগীর খানকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত পারুল বেগমের দুই পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।
এ ব্যাপারে সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী আলমগীর খানকে গ্রেফতার করা হয়েছে।
সুত্র : যুগান্তর