অনলাইন ডেস্ক :
রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডের একটি ভবনের ১৮তলা থেকে লাফিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে খিলজি রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম আসিফুল হক বিজয় (২৬)।
পুলিশের বলছে, পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত আসিফুল হক বিজয় তার মায়ের সঙ্গে মোহাম্মদীয়া হাউসিং সোসাইটি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাবার নাম মৃত আব্দুর রহমান। আসিফুল ‘এ’ লেভেল পাস করার পর আর পড়াশোনা করছেন না বলে তার স্বজনরা জানিয়েছেন।
এসআই মইনুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে শ্যামলী খিলজি রোড এলাকার একটি ১৯তলা ভবনের ১৮ তলা থেকে ওই যুবক পড়ে মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সুত্র : আমাদের সময়