অনলাইন ডেস্ক :
বগুড়ার শেরপুরে সংঘবদ্ধ ছিনতাইকারীরা সড়কে গাছ ফেলে বিভিন্ন যানবাহনের পথরোধ করে প্রায় তিন ঘণ্টা ধরে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উপজেলার শেরপুর মির্জাপুর-রানীরহাট সড়কের সুখানগাড়ি ফয়েজমারা ব্রিজ এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মির্জাপুর-রানীরহাট সড়কে সংঘবদ্ধ ছিনতাইকারীরা রোববার রাত আনুমানিক ৮টা থেকে গভীর রাত পর্যন্ত রাস্তায় গাছ ফেলে চলাচলরত সিএনজি, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের পথরোধ করে লাখ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। কিছুদিন পর পরই ওই সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ বলেন, এই সড়কে মাঝে মধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা প্রতিনিয়ত মনে শঙ্কা নিয়ে যাতায়াত করি। সঠিকভাবে পুলিশ ডিউটি না করায় প্রতিনিয়তই এমন ঘটনা ঘটছে। গত রাতের ছিনতাইয়ের ঘটনা নিয়ে আমরা আতংকিত হয়ে আছি। এ অবস্থা চলতে থাকলে আমরা স্বাভাবিক জীবন যাপন করব কিভাবে।
এ প্রসঙ্গে ওই সড়কে ডিউটিরত এসআই সিয়াম হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই। তখন আনুমানিক রাত ১১টা বাজে। সেখানে আমি আহত বা আটকানো অবস্থায় কাউকেই পাইনি।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রানীরহাট সড়কে ছিনতাইয়ের ঘটনার কথা শুনেছি। তদন্ত করে ছিনতাই রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনা আমার জানা নেই।
সুত্র : যুগান্তর