Breaking News

লা লিগায় ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় মেসি

অনলাইন ডেস্ক :

লা লিগার চলতি মৌসুমে প্রথমবারের মতো ‘মাসের সেরা’ খেলোয়াড় নির্বাচিত হলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত ফেব্রুয়ারি মাসে লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এই স্বীকৃতি পেলেন বার্সা দলপতি।

ফেব্রুয়ারি মাসে লা লিগায় ৭ গোল করেছেন মেসি, যা জানুয়ারির চেয়ে ২ গোল বেশি। গত মাসে লা লিগায় মেসির চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেনি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের অ্যালেকজান্ডার আইসাক একমাত্র খেলোয়াড় যিনি ৪ গোলের বেশি করেছেন।

মেসির দুর্দান্ত ফর্ম থাকায় গত পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে কাতালানরা। সবগুলো ম্যাচেই কমপক্ষে একটি করে গোল করেছেন মেসি।

মেসির ফর্মের পাশাপাশি শিরোপা লড়াইয়ে আগের চেয়ে ভালো অবস্থানে আছে বার্সা। শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ড কোম্যানের দল। দিয়েগো সিমিওনের দল এক ম্যাচ কম খেললেও পরের ম্যাচেই তাদের ডার্বি ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হবে।

সুত্র : কালের কন্ঠ

Print This Post

About Amena Fatema

Check Also

বিএনপি নেতা কফিল  তাণ্ডবে উত্তরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা নিয়ে বিএনপির যেন অস্থিরতার শেষ নেই। একের পর এক বহিষ্কার, …

Leave a Reply