Breaking News
শ্রীলংকা সফরের দোলাচল নিয়ে সাংবাদিকদের বিসিবির অবস্থান জানান পাপন। ছবি: বিসিবি

শ্রীলংকার শর্তে টেস্ট খেলা সম্ভব নয়: পাপন

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের শ্রীলংকা সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশের ওপর নানান শর্ত চাপিয়ে সফর বাতিল করার চেষ্টা করছে। কোয়ারেন্টাইন শর্ত, খেলোয়াড় কম নেওয়ার শর্ত, সঙ্গে নিরাপত্তা দল নেওয়ারসহ দিচ্ছে নানান শর্ত। এতো শর্ত মেনে শ্রীলংকা সফর সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার সাংবাদিকদের তিনি জানান, শ্রীলংকার শর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। এখনই টেস্ট সিরিজটি হচ্ছে কি-না তা বলা যাচ্ছে না। তারা যদি দ্রুত কিছু জানায় তাহলে সফর হবে। বাংলাদেশ দল এবং বোর্ড সফরের প্রস্তুতি নিয়ে যাবো। তবে তারা যে শর্ত দিচ্ছে, সব মেনে যেখানে গিয়ে টেস্ট খেলা কঠিন। নিজেদের অবস্থান পরিষ্কার করে লংকান বোর্ডকে তাই চিঠিও দিয়েছে বিসিবি।

আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলংকা সফরের জন্য দেশ ছাড়ার কথা ক্রিকেটারদের। ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা তিন টেস্টের সিরিজ। তখন লংকান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। তবে মাঠে গিয়ে টাইগাররা নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন। পরে আবার দেশটির বোর্ড জানিয়েছে, ১৪ দিন হোটেলে আবদ্ধ থেকেই কোয়ারেন্টাইন পূর্ণ করতে হবে মুমিনুলদের। এরপর আবার কোয়ারেন্টাইন সাতদিনে নামিয়ে আনার কথা বললেও অন্য শর্ত জুড়ে দিচ্ছে এসএলসি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা একটি বার্তাই শ্রীলংকা বোর্ডকে দিতে চাই, তারা যে শর্তা দিয়েছে, তা ইতিহাসে বিরল। এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব নয়। এখন তারা আলোচনার প্রস্তাব দিলে তখন আমরা দেখব কী করা যায়। তবে এই কন্ডিশনে খেলা হবে না।’ তিনি জানান, শ্রীলংকা আগে যা বলেছিল আর যে চিঠি দিয়েছে, তার মধ্যে মিল নেই।

বিসিবি সভাপতির মতে, ডাম্বুলা এমনিতেই আইসোলেটেড। সেখানেও কড়া আইসোলেশনের শর্ত শুনে অবাক হয়েছেন তারা। এছাড়া সফরে বল থ্রোয়ার, নেট বোলার দেবে না শ্রীলংকা। সেটাও মেনে নিতে রাজি বোর্ড। কিন্তু আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে লংকান বোর্ডের ছেলেখেলা মানতে রাজি না বিসিবি। নাজমুল হাসান বলেছেন, ‘আমাদের ৩০ জনের মধ্যে নেট বোলার, থ্রোয়ার, সিকিউরিটি, মেডিকেল টিম সবই নিতে হবে। তাহলে ক্রিকেটার নেব কিভাবে! ক্রিকেটাররা সাত মাস খেলায় নেই, ওখানে অনুশীলন করতে না পারবো না, এটা হয় না।’  

সুত্র: সমকাল

Print This Post

About crimenm

Check Also

রাশিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর …

Leave a Reply