অনলািইন ডেস্ক :
২৮শে ফেব্রুয়ারী ঢাকাস্থ পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা সর্বস্তরে চালু করতে করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন। উদ্বোধনী বক্তব্য দেন আইপি টিভি চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশন এর সহ-সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম আরজু।
সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলাম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিআইজি আনোয়ার হোসেন, ডেসওয়া ট্রাস্টের মহাসচিব মাষ্টার ওয়ারেন্ট অফিসার সফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রিমন, মৌচাক সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী জাহানারা বেগম, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টির মহাসচিব ডাঃ সুফী সামস্ সাগর।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম আরজু। এরপর অতিথিদের কাছ থেকে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা গ্রহণ করেন নারী উদ্যোক্তা শফুরা বেগম, সমাজ সেবায় হেলেনা খাতুন জয়া, সাহিত্যে আবুল কালাম আজাদ, সংগীতে প্রিয়ন্তী সরকার কথাসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশন’র ঢাকা মহানগর কমিটির সভাপতি সাংবাদিক শাহাদাৎ হোসেন ভূইয়া।
সুত্র : নিজস্ব প্রতিবেদক
Print This Post