অনলাইন ডেস্ক :
গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুমাইটারীতে নিখোঁজের একদিন পর নিজ বাড়ির টয়লেট থেকে সাড়ে তিন মাসের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল রোববার শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু নুর হাওয়া সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামের নুর ইসলামের মেয়ে। এ ঘটনায় নিহত শিশুর মা তানজিলা বেগমকে আটক করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল্লাহিল জামান বলেন, ‘গত ৩০ জানুয়ারি শিশুটি হারিয়ে যায় মর্মে থানায় একটি অভিযোগ দেন শিশুর বাবা।একই সময়ে তার স্ত্রী অসুস্থ হলে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়ির টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় ‘
তিনি বলেন, ‘পরে নিহত শিশুর মাকে এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি সন্তান হত্যার দায় স্বীকার করেন।’ এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।
এদিকে, এ হত্যাণ্ডের পর ঘটনার নিন্দা জানিয়েছে জেলার মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ।কাউকে হয়রানি না করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সুত্র : আমাদের সময়