Breaking News

সিরিয়ায় সীমা লঙ্ঘন করলে ইসরাইলকে দাঁতভাঙা জবাব দেব: ইরান

অনলাইন ডেস্ক :

সিরিয়ায় ইসরাইল যদি ইরানের রেডলাইন অতিক্রম করে তা হলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেছে তেহরান।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি।

তিনি বলেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তার দেশ। সম্প্রতি দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো আবেদন পায়নি তেহরান। খবর স্পুৎনিকের।

খাজি বলেন, সিরিয়ার সরকার যতদিন চাইবে, ততদিন সে দেশে ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি বলেন, সেসব দেশকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে, যেসব দেশ দামেস্কের অনুমতি ছাড়া দেশটিতে দখলদারিত্ব বজায় রেখেছে।

সিরিয়ায় মোতায়েন হিজবুল্লাহ ও ইরানি সৈন্যদের অবস্থানে ইসরাইলের একের পর এক হামলা সম্পর্কে খাজি বলেন, আইএসসহ উগ্র জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় আছেন ইরানের সেনারা।

ইসরাইল যদি বেশি বাড়াবাড়ি করে তা হলে তাকে সমুচিত জবাব দেবে ইরান, যা নিয়ে তেলআবিবকে পরে অনুতাপ করবে।

সুত্র : যুগান্তর

 

Print This Post

About Amena Fatema

Check Also

ধূমপানে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগীরা, হাসপাতাল এলাকায় নিষিদ্ধের দাবি

ধূমপানের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রোগীরাও ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে। এই অবস্থায় অধূমপায়ীদের সুরক্ষায় সব …

Leave a Reply