অনলাইন ডেস্ক :
রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে মঙ্গলবার সকালে পাথরবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে যায়। এতে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ট্রাকটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পাথর নিয়ে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথে আজ সকাল সাড়ে ৬টার দিকে রাঙামাটির নানিয়ারচর ও সদর উপজেলার সংযোগকারী বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। চালকসহ ট্রাকে থাকা তিনজনই মারা যান।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ট্রাকের চালক চট্টগ্রামের চকরিয়ার আরাফাত হোসেন (৪৫) ও সিরাজগঞ্জের রায়পুরের জহিরুল ইসলাম (৪৭)।
সুত্র : প্রতিদিনের সংবাদ