অনলাইন ডেস্ক :
সিলেট নগরীর লালবাজারে একটি হোটেলের পেছন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের কানের পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা একদিন আগে দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে খুন করে হোটেলের পেছনে লাশটি ফেলে গেছে।
সোমবার দুপুর ১২টার দিকে মোহাম্মদীয় আবাসিক হোটেলের পেছনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, হোটেলের পেছনে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের বাম কানের উপর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে কেউ ওই ব্যক্তিকে খুন করে লাশ এখানে ফেলে গেছে।
এদিকে, লাশ উদ্ধারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা লাশের আঙ্গুলের ছাপসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আবু ফরহাদ।
সুত্র : বাংলাদেশ প্রতিদিন